দশ লাইন হবে বোধহয়। হাজার বই ঘেঁটে আর কোথাও এসব কথা খুঁজে পাইনি। মনীষী, মহামনীষীর বাণী আজ সব ঘুমপাড়ানি গান ঠেকে। সমাজকর্মীদের তাণ্ডবে ভয় পাই। বুদ্ধিজীবীদের অত্যাচারে আমি অকেজো। তাই ফিরে ফিরে আসি এই সেই দশ লাইনের নিকট। শ্রদ্ধায় নির্বাক, মাথা নত করি।
সন্তোষ রাণা, প্রবন্ধ সংগ্রহ, গাংচিল (২০১৯), পৃষ্ঠা ৩১৪।