সম্পর্করা বেঁচে থাকে
মুহাম্মদ জিকরাউল হক
আনন্দ প্রকাশন (২০২০)
মূল্য : ১০০ টাকা
বিবাহ একটি প্রতিষ্ঠান। বিবাহ একটি পবিত্র বৈধ সম্পর্ক। এই ধারণা বা বোধ সুপ্রাচীন। প্রতিটি সভ্য সমাজে আছে এর স্বীকৃতি। বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ। কেন এই বন্ধন? মানুষ কি প্রাকৃতিক ভাবে বহুগামিতার দিকে ধেয়ে চলে? সে কারণেই কি সংযমের শিক্ষা? মুহাম্মদ জিকরাউল হকের সম্পর্করা বেঁচে থাকে নামক উপন্যাসটি পড়ছিলাম। পড়া শেষ হলে এইসব প্রশ্নগুলি মাথায় এলো।
হাসিম, মায়ের নিষেধকে অগ্রাহ্য করে ভালোবেসে বিয়ে করেছিল সুন্দরী নাদিরাকে। কয়েক বছর পর থেকেই নাদিরার প্রতি তার যেন আসক্তি কমে আসে, অথচ তার কোনও কারণ ছিল না। হাসিম পেতে চায় মাসুমা নামে একটি নারীকে। যার সাথে মোবাইলে কথা বলে নানান কল্পনাসুখে ভাসতে থাকে সে। মাসুমার কথার যাদুতে সে মোহিত হয়ে যায়। ব্যাঙ্ককর্মী হাসিমের কলিগ সিরাজ। হাসিম একটি পার্টি দেয়। বাড়িতে দাওয়াত করে আনে ব্যাঙ্কের সকল কলিগদের। সেখানেই হাসিমের পত্নী নাদিরার সাথে সিরাজের আলাপ হয়। সেই আলাপ থেকেই এগিয়ে চলে দ্বন্দ্বময় কাহিনী। সিরাজ নিজেও একজন বিবাহিত পুরুষ। তার স্ত্রী আয়েষা যথেষ্ট পতি পরায়না।
নাদিরার একাকিত্ব, স্বামী হাসিমের তার প্রতি অবহেলা তাকে বেপরোয়া করে তোলে। সে সিরাজকে কাছে পেতে চায়। সিরাজকে তার সমস্যার কথা বলে। অনেকটা এগিয়েও আসে তারা। কিন্তু ঘটনাক্রমে চরম মুহূর্তে সিরাজের আত্মোপলব্ধি হয়। তার পিতৃ-মাতৃ অতীত ইতিহাস মনে পড়ে যায়। মনে পড়ে যায় বশিরউদ্দিন চাচাকে। সেই একই অন্যায় সেও কি করে ফেলবে! সিরাজ ফিরে যায় বৈধ সম্পর্কের বৃত্তে। নাদিরার থেকে ধীরে ধীরে সে দূরে সরে যায়।
অন্যদিকে হাসিম অন্ধ হয়ে যায় মাসুমার প্রেমে। কিন্তু জানতে পারে মাসুমার উদ্দেশ্য। মাসুমা একটি মরীচিকা মাত্র। আসলে সে পতিভক্ত রমনী। তার স্বামী হারুন। মাসুমার হৃদয়ে হাসিমের জন্য কোনও জায়গা নেই। তবে ফোনালাপে মাসুমা কেন তাকে উদ্বুদ্ধ করতো? কেনইবা সে পরপুরুষের সাথে এমন ঢং করে কথা বলতো? উপন্যাসটি পড়লে বোঝা যাবে।
উপন্যাসের মূল দুই চরিত্র হাসিম এবং নাদিরা দুই দিক থেকে দু’জনেই প্রত্যাখ্যাত হয়। মনেমনে অপমানিত হয়। এক সময় তাদের বোধোদয় ঘটে। তারাও ফিরে আসে নিজেদের বৈধ সম্পর্কের বৃত্তে। অর্থাৎ ‘সম্পর্করা বেঁচে থাকে’। সম্পর্করা যেমন মারাও যায়, তেমন বেঁচেও থাকে। এই উপন্যাসটি সম্পর্কের বেঁচে থাকার উপাখ্যান।
ছোট উপন্যাস। মন দিয়ে পড়লে এক রাত্রেই শেষ করতে পারবেন। সাবলীল, সহজ-সরল ভাষা। সংলাপগুলিও যথেষ্ট ভালো।