হিন্দু মুসলমান

by Abu Siddik

এক মুসলমান আর এক হিন্দু, এক হিন্দু ভাইয়ের দোকানে গেল। মেয়ের জন্মদিনের ফ্রক কিনতে।

“দাম কত? এটি খুব মানাবে আমার মামনিকে!” মুসলমান ভদ্রলোকের মনে ধরেছে।

১০০০ টাকা

মুসলমান ভদ্রলোক ছো মেরে তুলে নিল। খুশি মনে বাড়ি ফিরল।

হিন্দু মজুরটি এদিক ওদিক তাকিয়ে সরে পড়ল। কোন ফ্রকই ৫০০- এর নিচে নয়।

“ফুটপাথে পাবো,” সান্ত্বনা দিল নিজেকে।  

 ২

এক হিন্দু, এক মুসলমান, এক মুসলমান ভাইয়ের মাংসের দোকানে গেল।

হিন্দু ভদ্রলোক দামদর না করে দুটি কড়কড়ে ৫০০ ধরিয়ে দিয়ে, মাংসের থলে নিয়ে বাড়ি ফিরল। মুসলমান লটারি বিক্রেতা দাম শুনে পাশের হিন্দু ভাইয়ের দোকান থেকে ২৫০ গ্রাম চিকেন (পোলট্রি) কিনে রবিবারের বাজার সারল।  

You may also like