বইকথাঃ বিহতজনের উপাখ্যান

বই: বিহতজনের উপাখ্যান

লেখকঃ আবু সিদ্দিক

প্রকাশকঃ রবি প্রকাশ, বাঘাযতীন, কলকাতা

প্রথম প্রকাশঃ ২০২১

পৃষ্ঠাঃ ৯৬

হার্ড কভার

বিনিময়ঃ ২০০/-

ISBN: 978-81-945846-5-0

বেশ কিছু দিন হয়ে গেছে আমাদের পলাশি কলেজের ইংরেজী বিভাগীয় অধ্যাপক ডক্টর আবু সিদ্দিক স‍্যার ব‌ই টি উপহার হিসেবে দিয়েছেন আমাকে এবং বলেছেন রিভিউ দিতে। নাহ্, আমি একেবারেই বুক রিভিউ বিশেষজ্ঞ সুলভ কেউ ন‌ই। আমার লেখা পূর্বের কিছু বুক রিভিউ দেখে উনার এই ইচ্ছা প্রকাশ। স‍্যার কে কথা দিয়েছি ব‌ই টি পড়ে জানাবো।তাই আজ এই লেখা।

ভিন্ন ধারার মোট ১৮ টি ছোট গল্প নিয়ে এই ব‌ই।ব‌ইটির ‘ব্লার্ব’-এর একটি শব্দ ভীষণ মন কাড়ে- ‘মানসিক বা সামাজিক হতাহত…’। লকডাউনের প্রেক্ষাপটে লেখা আমাদের দেশে অন্ধ মায়ের,পাগল ভাইয়ের কুরমি ছেলে এবং কন‍্যাদায়গ্ৰস্ত পিতা কেরু-র গল্প ভীষণ জীবনমুখী। জন্মসূত্রে বিহারের মানুষ খামারু ও তার স্ত্রী খামারির গল্পটি জীবনের অপূর্ণতার মধ্যেই পূর্ণতা খুঁজে নিতে শেখায়।গনেশদার মুদির দোকানের গল্প প্রথম লকডাউনে আমাদের বুভুক্ষু মানসিকতার চর্মচক্ষু উন্মোচন করে।পরান মাঝি আর গল্প কথকের দীর্ঘনিশ্বাস কোথায় যেন এক হয়ে গেছে।

অতীতের সবকিছু যেমন সব সময় আমাদের কাছে বর্তমানের তুলনায় বেশি ভালো মনে হয় তেমনি যেন পরান মাঝি ও লেখক ঐ পুরাতন দিন,পরিবেশ, শুকিয়ে যাওয়া নদীর জলের অভাব এক‌ইভাবে বোধ করছে।শেরু, হারু, মকবুল, আজাদ ভাই, মধু ঘোষ, শান্তি মুর্মু, -দের গল্প গুলো সব‌ই আমাদের গ্ৰামের হাট বা শহরের বাজারে বিক্রেতা ও খেটে খাওয়া মানুষদের এক একজন।দিনু বাবু, ছিয়ারন বেওয়া-দের আমরা হয়তো পাশের বাড়িতেই প্রতিনিয়ত দেখতে পায়।

ব‌ই-টি পড়তে ভালো লাগে কারণ সব চরিত্র গুলোই আশেপাশের,আমাদের চেনা;কষ্টকল্পনা করতে হয় না।অসংখ্য ধন্যবাদ স‍্যার আমাকে ব‌ইটি উপহার দেওয়ার জন্য এবং আমাকে আপনার ব‌ই রিভিউ করার মত যোগ্য মনে করার জন্য।

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo