বিশ্বজুড়ে মিলিত হিংসা আজ
ইসলামের বিরুদ্ধে, এই অন্ধকারে
ফিলিস্তিন শোনায় এক
নতুন সকালের কথা৷
কাফনে আবদ্ধ বিশ্বপ্রেম
মানবতা বন্ধক হানাদারদের হাতে
সাথে রক্তাক্ত শিশুর হাহাকারে হাসে
নতুন সকালের সূর্য সগৌরবে
এই সাম্রাজ্যেবাদী, পুঁজিবাদী আকাশে।
দেশ দখলের কথা কে শুনবে?
মুক্তির শপথ ডুকরে কাঁদে
বিবেকের দেওয়ালে ধাক্কা খেয়ে অবিরত!
মানুষ পথে নেমেছে দেশে দেশে
এক নতুন ভোরের ডাকে
ভার্চুয়াল পণ্ডিতদের প্রলাপ
নিষ্ঠুর ঠেকে অনুভূতির গভীর মরমে।