গন্তব্য

by আতিউর রহমান

দেড় কামরা, হ্যাঁ দেড় কামরা ঘর
আর দেড় ঠ্যাঙে চলা প্রবাস জীবনে
নিয়ত স্বপ্ন বেচার শেষ নেই!
কুকুর-মেকুর-হনুমান কিংবা
চিল শকুনের নিয়ত উৎপাত,
কচি কাঁচাদের নিয়ে বড্ড ভয় করে!

ভাড়াটিয়া যাপন ভাল্লাগে না আর
আমি বাড়ি যাবো, আমার মাটিতে,
যারা দৌড়ে জিতবে তারা থাকুক।
কৃত্রিম এ জীবন ছেড়ে একদিন আমি,
আমার ছোট্ট আটপৌরে মাটির ঘরে
চিরদিনের জন্য চলে যাবো!

বাপ দাদা চৌদ্দ পুরুষের ভিটে
সেই তো আমার নিতান্ত গন্তব্য।
তারা কতো নীরবে, নিশ্চিন্তে
কতোদিন ধরে রয়েছে ওখানে,
হিংসা নেই, নেই কোন হানাহানি
নেই ফাঁকা ঔদ্ধত্যের আস্ফালন।

চলে যাব একদিন মাটির কাছাকাছি
মাটি যে আমার বড়ো আপনার, তাইতো
ফিরে চাইনা আর, এ ভাড়াটিয়া যাপন!
পাপ-পুণ্যের বিচারক যেখানে পাপী,
অর্ধসত্যে সোদরের বুক ঝাঁঝরা যেথা,
সেখানকার ঐ যাপন চাইবো না আরবার!

You may also like