সন্তাপ-পরিতাপ

by Vinnokatha

আমেনা খানম

গুরুগুরু বাজে বজ্রের বাঁশি,
দুরু দুরু কাঁপে হিয়া শ্রান্তির মায়া ত্রাসী।
অকূল দরিয়ায় ভাঙা এ নাওখানি ভাসে!
সন্তাপে সঁপে তমসার সন্ন্যাসী! 
জটিল কুটিল ঘূর্ণিবাকে,
পাক খেয়ে তাই দূর্বিপাকে,
ভাসছি ডুবছি উত্তাল তরঙ্গের বাঁকে।
আয়ু ক্ষীণ বায়ু বীণ দমকা হাওয়ায়,
স্বান্তণা সুখ একলা পাখা মেলে নিদেন ছাতায়!
অভিমান জমা হয় পদ্মপাতায়!
অশ্রুর আড়ালে ফোঁটে সকরুণ হাসি!
সোনা রঙ মেখে অথৈ দুঃখ নাশি!
বেদনার নীল রঙ পাঁজরের কোটরে ফেলে আসি!
এক বিন্দু শিশিরের সুখ সঙ্গে নিয়ে তাই অথৈ-অকূলে ভাসি!
তবুও জীবন ছোটে আলো-আধারের মায়াবী পর্দা ছিঁড়ে!
অজানা গহন তীরে ফেরারী এ তরীখানি মোর ভীড়ে!

You may also like