শুধু দেখে যাওয়া কাজ তোমার 

গভীর অরণ্যের আলোছায়ায়, স্বপ্নীল উপত্যকায়, 
সমুদ্রের ফেনিল উর্মিমালায় ভেসে জানলাম 
জোর করতে নেই, প্রভাবিত করতে নেই কাউকে
প্রবলভাবে না চাইলে কিছুই প্রকাশ করতে নেই
বাক্যালাপে, সম্পর্কে এমনকি ভালোবাসায়।

যা জোর করে গড়ে তোলা হয় 
তা দুর্বল ক্ষণস্থায়ী, ভেঙে পড়ে যায়।  

বাতাস কে বইতে দাও তার মত
নদীকে পথ বেছে সাগরে যেতে দাও পাড় ভাসিয়ে
পাহাড়ে ধস নামতে দাও 
পৃথিবীকে আবর্তন করতে দাও যতদিন পারে  
দর্শক তুমি, শুধু দেখে যাওয়া কাজ তোমার।

You may also like