দলিল

by Vinnokatha

সহিদুল ইসলাম

আঙুলগুলো তখন
নত হয়ে সব লেখে
যত দলিল পুস্তক ।

কলমের তীক্ষ্ণ ডগা
হাসতে হাসতে বলে
আমিই পরিব্রাজক ।

মাথায় গলাচ্ছো মাথা
সবগুলো তো নয় যে
একেবারে ই ভোঁতা।

আসা আবার যাওয়া
পালে লাগলে হাওয়া
ভয় পায় সব ক্ষমতা।


(ছবি ঋণ ‘আরম্ভ’ পত্রিকা)

You may also like