হৃদয় কথা

হৃদয় কথা
সংকলন ও সম্পাদনা: শান্তনু গুড়িয়া
প্রকাশক: অভিনব উত্তরণ প্রকাশনী, বাগনান, হাওড়া
প্রচ্ছদ পরিকল্পনা: শান্তনু গুড়িয়া
প্রথম প্রকাশ: সেপ্টেম্বর, ২০২২
পৃষ্ঠা: ১৪৪
হার্ড কভার
মূল্য: ৩০০/-
ISBN : 978-93-5680-518-7

উৎসর্গ: হৃদয়ের কথা শুনতে উৎসাহী হৃদয়বান মানুষদের জন্য।

সবাই নিজের নিজের কথা বলতেই যত্নবান; সময় সময় অন্য হৃদয়ের কথা শোনার মানুষের অভাববোধ সত্ত্বেও সংবেদনশীল হৃদয় কিন্তু কখনও থেমে থাকে না; অন্তরের কথা উন্মুক্ত করেই যায় উপযুক্ত শ্রোতাদের খোঁজে। কোনও না কোনও হৃদয়কে ছুঁয়ে যাবে কোনও না কোনও হৃদয়ের কথা, এই আশ্বাসে বিশ্বাস থেকেই মানব শরীরের চিকিৎসক ডাক্তার শান্তনু গুড়িয়া কবি মনের ‘হৃদয় কথা’ কাব্য সংকলনটির সম্পাদনা করেছেন। সম্পাদনায় ডাক্তারবাবু নতুন নন, দীর্ঘদিন ধরে বহু গ্রন্থ, অভিনব উত্তরণ ও রুমাল পত্রিকা নিয়মিত সম্পাদনা করে আসছেন। ডাঃ শান্তনু গুড়িয়া হৃদয়ের আবেগ ও বাংলা সাহিত্যের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা উপুড় করে এ কাব্যগ্রন্থটি সাজিয়েছেন। সাহিত্য সাধনায় নতুনদেরও উৎসাহ দিয়ে অনেককেই জায়গা করে দিয়েছেন তার এই আধুনিক সংকলনে। তাতে যে সংকলনের ভার বেড়েছে তেমনটা নয় বরং সে কবিতাগুলো তাদের নিজগুণে সংকলনের ধারই বাড়িয়েছে বহুগুণ। বাংলা সাহিত্য জগতে ১৩৫ জন নানান ক্ষেত্র, পটভূমি ও পরিবেশ থেকে উঠে আসা প্রবীণ ও নবীন কবিদের অন্তরের আবেগে নানান রসে সিক্ত ভিন্ন ভিন্ন কাব্যরসের সংকলন ‘হৃদয়কথা’ তাই হয়ে উঠেছে বাংলা সাহিত্য জগতের একটি একের মধ্যে সবের অনন্য সংযোজন।

বৈচিত্র্যময় স্বাদের দৃশ্যজগৎ, মনোজগৎ ও ভিন্ন ভিন্ন কবিআত্মার মিলনে এ সংকলনটি সত্যিই বর্তমান সময়ের একটি স্মরণীয় সংকলন। আঠারো থেকে আশি-উর্দ্ধ কবিদের কবিতা এতে সগর্বে স্থান লাভ করেছে। তাই হৃদয়ের কথা বলতে গিয়ে রোমান্টিকতার ভিতে কোথাও দেখা যায় নতুনের চেতনার এক রূপ, কোথাও পরিনত বয়সের ভূয়োদর্শীতায় ধরা পড়েছে হৃদয়ের আরেক রূপ। কোথাও এ জগতের বাইরে ঈশ্বর চেতনা আবার কোথাও মানুষ, পরিবেশ ও প্রকৃতির বিষয়ে অন্তহীন কৌতূহল ও সমবেদনা। কোথাও কাব্যিক কল্পনা সবকিছুকে যেমন ছাড়িয়ে গেছে তেমনি কোথাওবা বর্তমান শরীরি জগতই প্রাধান্য পেয়েছে। কোথাও ভাবোচ্ছ্বাসের প্রবল রূপ কোথাও বা বস্তুজগৎই সব। গ্রন্থ নাম  হৃদয় কথা হলেও সব কবিতাই যে শুধুমাত্র আবেগসর্বস্ব বা মেধা বিবেচনা হীন তা কিন্তু নয় বরং অধিকাংশ কবিতাই বৈদগ্ধতার গুণে অনন্য হয়ে উঠেছে।

কোনও কোনও কবিতার নির্মাণ কলা সেগুলোর পরিনত দক্ষতায় আপনাকে যেমন অভিভূত করবে প্রথম দর্শনেই, তেমনি কোনও কোনও কবিতার নির্মাণকলার বিকাশশীলতার সংকেত আপনাকে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ কবিদের যোগানের আশ্বাসেও নিশ্চিত করবে।
সমাজের নানা স্তর থেকে আসা মানুষগুলো তাদের সংবেদনশীল মনন নিয়ে নিজের নিজের অনুভবকে শব্দের বাঁধনে বেঁধে তুলে ধরেছেন কবিতার পাঠকের জন্য। আর এই প্রত্যেকটি মানুষের সংবেদনাকে বাংলা কাব্যজগতে কবিতা পিপাসু জনগণের কাছে পৌঁছে দিতে ডাঃ শান্তনু গুড়িয়া-র এ প্রয়াস সার্থক হয়ে উঠেছে বলা যায়।

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo