এ এস এম আব্দুল্লাহ
স্বর নিরপেক্ষ কথা দিয়ে সাজানো ছিল
দেখলাম তা গান হয়ে ওঠেনি
নিরপেক্ষ প্রেম বিলাতে গিয়ে বিপন্ন হয়েছি
আজও কোন নারী আমাকে প্রেমিক ভাবেনি
নিরপেক্ষ রাজনীতিবিদ করতালি পেয়েছে বিস্তর
কোন সভার টিকিট তাকে স্বাগত জানায়নি।
অঙ্কুরোদগম থেকে আজ পাতা ঝরার মরশুম
কোথাও নিরপেক্ষ হয়ে দাঁড়াতে পারিনি
কেবল ধর্মনিরপেক্ষতা খেয়েছে মানুষ।
সম্ভাব্য সবখানে ব্যর্থ নিরপেক্ষ টিকা
কেবল পেশীবহুল ধর্মের অলিন্দে
আর বিশেষ আদর্শের বিপরীতে।