নব বৈশাখ

আখতারি খাতুন

হে রুদ্র, হে বৈশাখ তোমারে করি আহ্বান।
তুমি খরস্রোতা, তুমি খরপ্রভা তুমি ভৈরবী মেহমান।
তোমার আগমনে শিহরিত দেহমন
তপ্ত তপন করিল ধরণী দহন।

শুষ্ক, রুক্ষ বসুধা মলিন
স্রষ্ঠার সৃষ্টি যত দাবদাহে প্রাণহীন।
এমনি সময়ে তব আগমণ
বৈশাখি ঝঞ্ঝা বারিধারা নিয়ে,
শীতল করলে সবই আপন গুণ মুগ্ধ সুধা দিয়ে।

এসো নবীন, এসো নতুন, এসো বৈশাখ
তোমারে করি আপন,
প্রাণের স্পন্দন দিয়ে করি বরণ।
জাগাও শিহরণ, জাগুক নুতুন প্রাণ,
তব ঝঞ্জায় মুছে যাক, ধুয়ে যাক সব,
কুৎসিত হোক অবসান।

হে বৈশাখ অন্তর, বাহিরে বরণ করি তোমারে,
অতীতের কলুষ যত, হিংসা সবই মুছে দাও চিরতরে।

You may also like