অনটন

by Vinnokatha

সহিদুল ইসলাম

ছেলেটার বয়স হবে আর কত ?
মেরে কেটে হয়তো বা দশ বারো
নতুন চোখে দেখে ঘটছে যা যত
দেখবে আরও যখন সে হবে বড়ো।

ছেলেটা যে ভালোবাসে বইপত্র
সব লেখাগুলো উল্টে পাল্টে পড়ে
অবাক কান্ড ভিন্ন ভিন্ন খবর সুত্র
সিঁধেল চোর ঢুঁকেছে পড়ার ঘরে।

ছেলেটা বাপের নামাজ পড়া টুপি
আতর সুবাস মাখায় যত্নে রেখে
বাহানায় কেউ যদি নেয় চুপিচুপি
ইবাদত বুকে সুগন্ধী মেখে থাকে।

ছেলেটা সামলে রাখে মায়ের হিজাব
পুরোনো সিন্দুকের নক্সা কাটা তাকে
বিদ্বেষী ওরা চায় খাওয়া পরার হিসাব
টুকে রাখে সুরমা পরা নতুন চোখে।

ভিখারীদের ধারালো লোভী চোখ
ঝুলি ভরাতে হিজাব টুপি মানে না
প্রাণের মানুষ সেজে সভায় ভাসে শোক
ক্ষুধা অভাব কোনো কথা শোনে না।


You may also like