গোধূলির রক্তাম্বু গায়েসন্ধ্যা ঢলেছে সবে শহরের বুকেঅকৃত্রিম আলোর তুলতুলে চাদর মুড়ে, উদ্ভাসিত মুখ আর সারি সারি টুকটুক,এক ফালি এবড়ো খেবড়ো…
Latest News
-
-
এমনি এক বিকেলে নুড়ি বালি পাথর মেশানো সরু রাস্তায় একাকি হেঁটেছিলাম।দুদিকে ঘন আকাশচুম্বী বৃক্ষরাজি সব বোবা হয়ে অদ্ভুত চাহনি দিয়ে আমাকে পরখ করছিল।আজ কুয়াশা কম। তাই গাছেদের ফাঁক দিয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করছিলাম বাদামি সূর্যের ম্যাড়ম্যাড়ে আকাশের গলা বেয়ে ঢলে পড়া।
-
তাই আসুন আগে আগেই বন্ধকতার, বন্ধাত্যের, উর্বর ভূমিতে বিশ্বাসের ভিত্তি কে দৃঢ় করতে বদ্ধপরিকর হই। আর মুছে ফেলি নিজের বিবেকের ছিটে ফোঁটা বোধের অসম দাগ। আসুন এই উন্মুক্ত প্রাঙ্গণে আমরা যারা গরিব, উজবুক, অশিক্ষিত, প্রান্তিক, গেঁয়ো, অসভ্য, বর্বর, চাষা, মুটে, মজুর, রাজমিস্ত্রি হাতে হাত মেলায় আর আত্ম-ধ্বংসের পথকে মসৃণ করি।