উমার ফারুক
১) ব্যথাতুর
অমোঘ আকর্ষণ
প্রিয়জনের সান্নিধ্য, নৈকট্যের।
আগমনীতেই বিজয়ার করুণ রাগিণী
মিলনের সম্ভাবনায় সম্পর্ক সমাধিস্থ,বিচ্ছেদ।
২) প্রিয় বিয়োগ
বিরহের অনলে
দগ্ধ আমি নিরন্তর।
প্রিয়জন হারানোর যন্ত্রণায়
আমি বিধ্বস্ত,ক্ষতবিক্ষত হৃদয়ে রক্তক্ষরণ।
৩) লাগাম
ভালোবাসার লাগাম খুললে
সম্পর্ক অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
পরিণতির লক্ষ্যে পৌঁছানোর পূর্বে
লাগামহীন সম্পর্কের অপমৃত্যু ঘটে।