রবিস্মরণ

সুবহে সাদেক কাটেনি তখনও
পূবালী আসেনি জগতে,
পাশের বাড়ির কড়ায়েও ছ্যাঁকছুঁক
চলছে যোগাড় ভাবী ভুখা পেটের৷

একচোখ ঘুমের ঘোরে
শরীরের যাকাত দিতে উঠেছি
অগণিত নিরন্ন মানুষের হাহাকারে,
এখনও বেশ অন্ধকার জগতে!

ভাই ভাই যুযুধান মধ্যযুগীয় রক্তখেলায়!
শেষ রাতের আঁধার আর পূবালীর মাঝে
সেহেরির অন্ন মুখে, বোধের গভীরে
আজ আমি তোমাকেই দেখেছি রবীন্দ্রনাথ!

এসো পঁচিশ, এসো বৈশাখী ঝড়
মিটাও সকল কলুষ, যত জীর্ণ মলিনতা।
এ আঁধার কাটুক আবারও তব আলোয়,
পূবালী আসছে ধীরে ঐ, জাতির অন্তরে!

You may also like