আমরা যারা গরিব, উজবুক, অশিক্ষিত, প্রান্তিক, গেঁয়ো, অসভ্য, বর্বর, চাষা, মুটে, মজুর, রাজমিস্ত্রি, যারা আলোর পথ হতে হাজার হাজার আলোকবর্ষ দূরে তাদের কথা কেউ বলে না! তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে কেউ হাত বাড়ায় না!তাদেরকে সকলেই মানে প্রধানমন্ত্রী থকে পিওন বাগে পেলে কায়দামতো ব্যাবহার করে!এই অতিউত্তম সুবিধাবাদী প্রবণতা আমাদের মজ্জাগত!আমাদের চোদ্দপুরুষ এই সরল রেখার মেদ ঝরাতে পারেনি। তারা তো খাঁটি ঘি, কলসভর্তি দুধ, ভুট্টার আটা সাবাড় করতো, আর বাচ্চা কাচ্চার জন্ম দিত ফি বছর। কিছু ঝরে যেত, কিছু মহীরুহ হতো। আমরা তো হরলিক্স, কমপ্লান, বনভিটা, বোতলেই আবদ্ধ।আমাদের সে মেদ ঝরানোর শক্তি প্রথম আলোর আলতো ছোঁয়ার পরশ মাখার আগেই অনেকটাই সীমাবদ্ধ।
গরিব, দুর্বল, অসহায়, নিপীড়িতকে নিয়েই তো আমাদের কারবার! এরাই তো আমাদের কাঁচামাল। কাঁচামালে টান পড়লে ব্যবসা তো মাঠে মারা যাবে।তাই মালের যোগানের ধারা যেনতেন প্রকারনে অব্যাহত রাখতে হবে। কোম্পানির নানাবিধ পদে আসীন সুসজ্জিত মেয়ে বস, ছেলে বস থেকে একদম নিচতলা ঝাড়ুদার সবাই দিনরাত মাথার ঘাম পায়ে ফেলছে অতিরিক্ত মুনাফার আশায়। এখানে মানবতার মুখ ঝামা ঘোষা। সর্বদাই কঠিন সহিংস লড়াই। জিততে হবে। জিততে হবে। না হলে নাটকের উন্মুক্ত প্রাঙ্গনে রঙচঙ মেখে অভিনয় করার ও আজীবন লুকায়িত প্রতিভার অভূত কায়দায় বিচ্ছুরণ ঘটানোর মোক্ষম সুযোগ হাত ছাড়া। পেয়েছি এক বদ্ধজলাধার! কচুরিপানায় ঢাকতেই হবে!সময় বেশি লাগবে না। এ আমাদের গভীর বিশ্বাস। আর বিশ্বাসে মিলায়ে বস্তু।
বিশ্বাসের কাছে নিজের বোধ-বুদ্ধি তো চিরকাল বন্ধক রেখেছি আমরা। তাই সব বিচার, বিবেচনা, যুক্তি, পরীক্ষার কঠিন পথকে কর্দমাক্ত করে, আসুন, কচুরিপানা রোপণ করি। আর পেছন ফিরে দেখতে হবে না বন্ধুরা। দিনে দিনে দেখবেন কি সুন্দর রসাল সতেজ কচুরিপানা সর্বত্র লক লক করছে আমাদের নিরন্তর আনন্দ বিনোদনের জন্য। রাসায়নিক বা জৈব সার কিছুই লাগবে না। এদের অদ্ভুত অপার্থিব ক্ষমতা আছে—নিজের বংশকে তর তর করে বাড়াতে আর আশে পাশের জলাশায়কে গ্রাস করতে।এমন করেই সব পুকুর,খাল, বিল, ঝিল, একদিন কচুরিপানায় ভর্তি হবে।
তাই আসুন আগে আগেই বন্ধকতার, বন্ধাত্যের, উর্বর ভূমিতে বিশ্বাসের ভিত্তি কে দৃঢ় করতে বদ্ধপরিকর হই। আর মুছে ফেলি নিজের বিবেকের ছিটে ফোঁটা বোধের অসম দাগ। আসুন এই উন্মুক্ত প্রাঙ্গণে আমরা যারা গরিব, উজবুক, অশিক্ষিত, প্রান্তিক, গেঁয়ো, অসভ্য, বর্বর, চাষা, মুটে, মজুর, রাজমিস্ত্রি হাতে হাত মেলায় আর আত্ম-ধ্বংসের পথকে মসৃণ করি।