বাঁশি

by Vinnokatha

সহিদুল ইসলাম

বুকের হাওয়ায় চাপা কান্নার ফোঁপানি
মানুষের জন্য কিছু শব্দ খুঁজতে ভুল হয় ।
তোমাদের কি মনে হয় গোপন শুধু করছো
কেবল বলে যাচ্ছো বেশ। বেশ চলে যাচ্ছে দিন।

এখন হাওয়ায় বসেছে হওয়া না হওয়ার মেলা
কে যাবে আর কে যাবে না তার কথামালা।
বুকের ভিতর একটা গুহা দেখে বিষম খাই
উবু হয়ে শয়তান এগিয়ে যাচ্ছে অন্ধকারে।

মানুষ হাতের উপর হাত রাখছে, ভয়ে সরিয়ে নিচ্ছে।
আমাদের কি দোষ? বাঁশিওয়ালা বাঁশি বাজালে
আমাদের বল বুদ্ধি বিবেক লুপ্ত হয়ে যায়।
আমাদের সব দোষ, আমরাই বাঁশি বাজানো শিখিনি।

You may also like