আদি মানব রক্তে লেখা কাম ইন্দ্রিয়ের কবিতা এই ভাষাগুলোকেই লোকে ভালোবাসা বলে, ভালোবাসা নিংড়ানো রসে হাবুডুবু খায় কামগন্ধ ব্যাকরণ,
কবিতা
-
-
অসময় বলে কিছু নেই,
মায়ের বুকের ঘ্রাণে, প্রেয়সীর ঠোঁটে ঠোঁট রাখো, দেখবে বিষন্ন ছায়া, অব্যক্ত বিদ্রোহের সুর
গর্জে ওঠে, মিলনের শেষ রাতে মৃত্যুর চেয়ে
ঢের বেশি আলিঙ্গনে বেঁধে নাও বুক, তারপর— একসাথে গর্জে উঠো—
‘গণতন্ত্র নিপাত যাক’ -
ভাড়াটিয়া পরাধীন যাপন ভাল্লাগে না
আমি বাড়ি যাবো, আমার মাটিতে,
যারা দৌড়ে জিতবে তারা থাকুক।
কৃত্রিম এ জীবন ছেড়ে একদিন আমি,
আমার ছোট্ট আটপৌরে মাটির ঘরে
চিরদিনের জন্য চলে যাবো! -
গভীর অরণ্যের আলোছায়ায়, স্বপ্নীল উপত্যকায়,
সমুদ্রের ফেনিল উর্মিমালায় ভেসে জানলাম
জোর করতে নেই, প্রভাবিত করতে নেই কাউকে
প্রবলভাবে না চাইলে কিছুই প্রকাশ করতে নেই
বাক্যালাপে, সম্পর্কে এমনকি ভালোবাসায় । -
কাফনে আবদ্ধ বিশ্বপ্রেম
মানবতা বন্ধক হানাদারদের হাতে
সাথে রক্তাক্ত শিশুর হাহাকারে হাসে
নতুন সকালের সূর্য সগৌরবে
এই সাম্রাজ্যেবাদী আকাশে। -
-
-
কে হানাদার, কে দখলদার ?
দেশে দেশে গণহত্যায় কারা সামিল ?
কে না জানে সাদা সাম্রাজ্যবাদ
আর পুঁজিবাদের অন্ধকার ইতিহাস ? -
মানুষ কতোগুলো মানুষ
জ্বরে পুড়ছে এই দেশ!জয় অথবা জিন্দাবাদ;
হচ্ছে বাদ প্রতিবাদ
লোকে বলছে ফ্যাসীবাদ। -
অবসর এর পর যতদিন গেছে ,
ফ্যাকাশে হয়েছে সব,
শূণ্যতার সাথে একাকীত্ব ঘিরেছে,
করছে নিভৃতে কলরব।